ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর এর উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর এর উদ্যোগে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে গরীব ও দুঃস্থদের মাঝে,ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর এর সাভপতি গোলাম মোস্তফা নীরব এর সভাপতিত্বে গত ১৩ই জুন রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় নারায়নগঞ্জ নগর ভবন সংলগ্ন ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর কার্যালয়ে প্রায় ৫০০ ছিন্নমূল পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ-সামগ্রী বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান- আওলাদে রাসূল আল্লামা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী । প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন- ইসলাম মানবতার ধর্ম।ইসলাম শিহ্মা দেয় সুখে দুঃখে এক ভাই অপর ভাই এর পাশে দাড়ানোর।আজ সমাজ থেকে ইসলামের অনুশাসন উঠে যাওয়ার ফলে মানুষের মাঝে যেই মানবতা ভ্রাতৃত্ববোধ তা হারিয়ে যাচ্ছে দিন দিন।একজন অসহায় গরীব দুঃখী যেই ধর্মের মানুষ হোক না কেনো সু;খে দু;খে তার পাশে দাঁড়ানো আমাদের মানুষ হিসেবে তো বটেই একজন মুসলিম হিসেবে দায়িত্ব।সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাবো আপনারা অসহায় মানুষের পাশে দাড়ান এবং সঠিকভাবে যাকাত দান করুন তাহলে আমাদের দেশের ধনী গরীবের যে বৈষম্য আছে তা থাকবেনা।আজকে আমরা যাকাত সঠিকভাবে আদায় করিনা বলেই আজ সমাজে ধনী গরীবের মধ্যে এত বৈষম্য,এর একমাত্র কারন কুরআন-সুন্নাহ ভিত্তিক যেই সমাজ ব্যাবস্থা তা থেকে আমরা বহুদুরে।সকলের প্রতি আহবান থাকবে কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে যোগ দিন। উক্ত ঈদ-সামগ্রি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাঃগঞ্জ জেলা সভাপতি- এডভোকেট এ এম এম একরামুল হক,আলহাজ রহমতুল্লাহ সেন্টু,সভাপতি বাংলাদেশ হিজবুর রাসূল দঃ নাঃগঞ্জ জেলা,জমির উদ্দিন আহমেদ আহবায়ক,ইসলামিক ফ্রন্ট নাঃগঞ্জ মহানগর,যুগ্ন আহবায়ক ডাঃ রফিকুজ্জামান,ইসলামী ছাত্রসেনা নাঃগঞ্জ জেলা – সভাপতি মোঃরাহাত হাসান রাব্বী,মোঃ সানি দেওয়ান,সাধারন-সম্পাদক, ছাত্রসেনা নাঃগঞ্জ মহানগর,মোঃ আশরাফ সাদ পিয়াশ,মোঃইমরান খন্দকার,মোঃসেলিম,মোঃ হৃদয়,আল-আমিন,ইশতিয়াক ফারুক সানি,মোঃ সিয়াম প্রমুখ