নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বিচার ব্যবস্থা জিম্মি হওয়ায় অপরাধীরা লাপাত্তা- এইচ এম মুজিবুল হক শুক্কুর।
———-
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী সুলতান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনির উদ্দীনের সঞ্চালনায় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্রগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর।
তিনি বলেন, রাষ্ট্রের মধ্যে যে অপরাধী কার্যক্রম একের পর এক হয়ে যাচ্ছে, তা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মেনে নেয়া যায় না। আমরা এর মাধ্যমে বুঝে নিচ্ছি আমাদের বিচার ব্যবস্থা কোনো এক কালো ছায়ার আশ্রয়ে আশ্রিত আছে। যার কারণে বিচার ব্যবস্থা আজ সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ ও ভূলন্ঠিত। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমার প্রিয় বাংলাদেশ হয়ে উঠবে অপরাধীদের স্বর্গের রাজ্য। তাই অনতিবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে বিচার ব্যবস্থার সুফল বাংলার জনসাধারণের কাছে পৌছে দেওয়ার আহবান জানান।
এতে অারো উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মহিউল আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ,জসিম উদ্দীন মাহমুদ, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি আবু সাদেক সিটু, নগর সহ সভাপতি ইউসুফ কবির,কামরুল হাসান শাকিল,কাউসারুল ইসলাম সোহেল,শিহাব উদ্দীন,রিদুয়ানুল ইসলাম,রাশেদুল ইসলাম রাসেল,শহিদুল ইসলাম,আবুল হাশেম রাশেদ,মাসরুর রহমান,জাহেদুল ইসলাম জুয়েল,মনজুর আলম, ইমরান হোসেন,এইচ এম নাসির উদ্দীন প্রমুখ।