চট্টগ্রামে কোভিড–১৯ হাসপাতালে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন ইসলামী ছাত্রসেনা
চট্টগ্রাম ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রুপান্তরে আর্থিক সহায়তা প্রদান করে ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা। রবিবার দুপুরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সায়েদুল আরেফীন এর হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব ইসমাইল হোসেন।
ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর মাসুদ, সহসভাপতি হাফেজ জামাল উদ্দিন শাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম আরমান, নানুপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন, হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন, উপজেলার ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন, নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।
এসময় জনাব মোঃ সায়েদুল আরেফিনকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইসলামী ছাত্রসেনা মানবতাবাদী একটি আদর্শিক কাফেলা। মানবিক মিশন ও ভিশনে ইসলামী ছাত্রসেনার দামাল ছেলেরা বাংলার লাল-সবুজের পতাকার সম্মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।