হলদিয়াতে হজরত আবু বক্কর সিদ্দীক (রহঃ) এর ফাতেহা ও লিয়াকত দিবসের আলোচনা সভা
প্রগতিশীল ও অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনা ১নং হলদিয়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় গত ০৮-০৪-১৬ ইং শুক্রবার সকাল ১০টায় খলিফাতুল মুসলেমিন হযরত আবু বকর সিদ্দিক (রা:)’র ফাতেহা ও শহীদ লিয়াকত দিবস উদযাপন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা এম আবু তৈয়্যবের সভাপতিত্বে হযরত এয়াছিন শাহ (রা:)স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা আহমেদ হোসেন রেজভী (সভাপতি,
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১নং হলদিয়া ইউনিয়ন শাখা, প্রধান বক্তা ছিলেন এস,এম,জাহেদ উল্লাহ ফারহান (সাবেক সাধারন সম্পাদক,ইসলামী ছাত্রসেনা ১নং হলদিয়া ইউনিয়ন শাখা)