খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউন্সিল সম্পন্ন

জুলাই 10, 2023 সাংগঠনিক খবর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ইসলামিক যুবফ্রন্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক যুবনেতা মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের রাজনৈতিক দলগুলোর অনৈতিক ক্ষমতা দখলের যুদ্ধে সাধারণ জনগণ পিষ্ট হচ্ছে। মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। চারদিকে শুধু ক্ষমতার দাপট। এমন অরাজক পরিস্থিতি সৃষ্টির দায় ক্ষমতাসীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না। ৮ জুলাই ২০২৩ ইং, শনিবার, সকাল দশটায় অনুষ্ঠিত ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব এডভোকেট মুহাম্মদ সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদ মজুমদার। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার নেতা শেখ মুহাম্মদ মনির হোসাইন, ইসলামিক যুবফ্রন্ট ঢাকা মহানগরীর সচিব যুবনেতা মুহাম্মদ আবু সাঈদ শাফিন। কাউন্সিলে   মোঃ ইব্রাহীম খলিলকে সভাপতি, মোঃ আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক এবং হাফেজ আশিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

Comments

comments