খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা উত্তর পাহাড়তলী শাখার অভিষেক সম্পন্ন

আগস্ট 06, 2023 সাংগঠনিক খবর

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের আওতাধীন উত্তর পাহাড়তলী থানা শাখার অভিষেক ও কর্মশালা ০৫ আগস্ট ২৩ রোজ শনিবার দি ইলেভেন স্টার ক্লাবে শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন মুনিরীর সভাপতিত্বে ও আল আমীন আবেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার সভাপতি এম ইলিয়াছ খাঁন ইমু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দীন তাহেরী নকশেবন্দী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুনির উদ্দীন৷ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) এম জয়নুল আবেদীন। আলোচনায় অংশ নেন কাজী মুরাদ হোসাইন, শরীফ মুহাম্মদ নাঈম উদ্দীন, শহীদ রেজভী, কাউসার হোসেন, সোহাগ রেজা, রাকিবুল হাসান, হাফেজ শহীদ, সাকিবুল হাসান, আদনান সামী, ইসলাইল হোসেন শাফী, সাখাওয়াত হোসেন রাফী, আশরাফ হোসাইন, হাফেজ শোয়ায়ের, রাশেদুল আলম ইমন প্রমূখ।

Comments

comments