ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের কাউন্সিল সম্পন্ন
সকল অংশীজনের ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হতে পারে।
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সম্মেলনে- অধ্যক্ষ আল্লামা জুবাইর
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- গণতান্ত্রিক ব্যবস্থায় কোন সরকারই নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এক্ষত্রে কমিশন পূর্ণমাত্রায় স্বাধীন থাকবে, কেবল সংবিধান ও আইনের অধীন হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলতঃ এটি স্বাধীন কিনা তা নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। আর এটিই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়। নির্বাচনকেন্দ্রিক দু দলের অবাঞ্ছিত জেদাজেদি এবং ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনা ক্রমাগত নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশংকা প্রকাশ করে তিনি সকল অংশীজনের পারস্পরিক ঐকমত্য খুবই জরুরী বলে উল্লেখ করেন। পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই বর্তমানে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে সৃষ্ট সর্বপ্রকার সমস্যার অবসান হতে পারে বলেও তিনি মন্তব্য করেন । ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ১১ আগস্ট ‘২৩ ইং শুক্রবার বিকেল ২টায় চট্টগ্রাম জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম নগর ইসলামী ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ কাউছারুল ইসলাম সোহেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জননেতা এইচ এম মুজিবুল হক শাকুর, সহ সভাপতি আলম রাজু, নগর ফ্রন্ট সেক্রেটারী আলহাজ্ব ওয়াহেদ মুরাদ, সহ সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী হালিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদ মজুমদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সেক্রেটারী মুহাম্মদ ইমদাদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলমী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী, জনাব মহিউদ্দিন তাহেরী, যুবনেতা কাজী আলাউদ্দিন, ইউছুফ কবির প্রমূখ। পরিশেষে উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ রাশেদুল ইসলাম (রাসেল)কে সভাপতি, মুহাম্মদ শহীদুল ইসলাম কে সেক্রেটারি ও মুহাম্মদ জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২০২৫ সাংগঠনিক সেশনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়।