খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা মতলব দক্ষিণ উপজেলা কমিটি গঠিত

আগস্ট 13, 2023 সাংগঠনিক খবর

চাঁদপুর জেলা প্রতিনিধি: ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক যুবনেতা মাওলানা মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে ধাবিত হচ্ছে। এর দায় ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এড়াতে পারে না। স্বাধীনতার পর থেকে কথিত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করে কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো ক্ষমতাসীনদের প্রভাবিত হাঁটুভাঙা নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সূচনালগ্ন থেকে সঠিক নির্বাচনের যে রূপরেখা দিয়ে এসেছে সেটাই সবচেয়ে আধুনিক, যৌক্তিক এবং জনবান্ধন রূপরেখা। এ রূপরেখার মাধ্যমেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব। গত ১২ আগস্ট ২০২৩ ইং ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার আওতাধীন মতলব দক্ষিণ উপজেলা গঠনকল্পে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সভাপতি ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ নেয়ামুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম সাইফি ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আলোচনায় অংশ নেন হাফেজ মুহাম্মদ রাসেল হোসাইন, মোস্তফা খাঁন, বিল্লাল হোসেন, মুহাম্মদ ইয়াছিন হোসেন, মাওলানা মুহাম্মদ কাউছার আলম, মুহাম্মদ মুজাব্বির হোসেন, মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ শাকিল হোসেন, মুহাম্মদ রাকিব হোসেন প্রমুখ।
সভায় হাফেজ মুহাম্মদ রাসেল হোসাইনকে আহবায়ক এবং মুহাম্মদ ইয়াছিন হোসেনকে সচিব করে ইসলামী ছাত্রসেনা মতলব দক্ষিণ উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Comments

comments