খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা উত্তর পাঁচলাইশ শাখার উদ্যোগে আলিম ও এইচএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা

আগস্ট 16, 2023 সাংগঠনিক খবর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা উত্তর পাচঁলাইশ শাখার উদ্যোগে আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল শাখার সভাপতি এইচ.এম.ফোরকান উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদ সুলতান মুরাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক এম শাহিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় ১৫ আগস্ট সকাল ১০টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ মিনহাজ উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির সচিব মুহাম্মদ ইলিয়াস সানি মুন্না। এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা উত্তর পাঁচলাইশ শাখার সহ-সভাপতি হাফেজ নেজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফেজ শাকিল, সাংগঠনিক সম্পাদক জেবুল হাসান চৌধুরী, হাফেজ সাইফুল, দফতর সম্পাদক মাহমুদুল করিম, প্রচার সম্পাদক হাফেজ ইলিয়াস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরুল মুস্তাফা,দেলোয়ার, নাছির, লিয়াকত, ইসকান্দার, তানভীর, মুজিবুর রহমান, আশরাফ, বাহার উদ্দিন, মইন উদ্দিন, মেহেদী, মামুন, সাহাব উদ্দিন, রবিউল, সাইফুল, রোমান, মেশকাত, ওসমান, কাউছার, আমজাদ, জয়নাল, হুয়াইব, জুবাইর, জুনাইদ প্রমুখ। সভায় আগামী ২৬ এ আগস্ট ঢাকার বুকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বিশাল জনসভা সফল করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আলিম ও এইচএসসি পরীক্ষা, মাজহাব মিল্লাতের কল্যাণ ও মওজুদা হুজুর ক্বিবলার হায়াত বৃদ্ধি এবং স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comments

comments