খবরের বিস্তারিত...


বুজিউমে ইসলামী ছাত্রসেনার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জানু. 22, 2024 সাংগঠনিক খবর

চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা শাখার ব্যবস্থাপনায় অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ তানভীর কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাটহাজারী পূর্ব পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাটহাজারী পূর্ব পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াস। বক্তারা বলেন, ইসলামী ছাত্রসেনা চায় সকল মানবগড়া মতবাদ নির্মূল করে যুলুম-নির্যাতন, শোষণ-বঞ্চনা ও সন্ত্রাসের চির অবসান ঘটিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী, পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্রের ভিত্তি রচনা করতে। পার্থিব কোন লোভ-লালসা, শুধু মাত্র ক্ষমতার মসনদ দখল কিংবা ব্যক্তিস্বার্থের চিন্তা নিয়ে আমরা এই দূর্গম পথে অগ্রসর হইনি:বরং এর মাধ্যমে মহান রাব্বুল আলামীন ও তাঁর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সন্তুষ্টি অর্জনই আমাদের উদ্দেশ্য। বক্তারা সবাইকে ছাত্রসেনার কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে দুষ্ট চক্রের নিপাত কল্পে তেজোদৃপ্ত শপথ নিতে আহ্বান করেন। উপস্থিত ছিলেন মাদরাসা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মাসুদ আলম, সহ-সভাপতি মুহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবী, অর্থ সম্পাদক মুহাম্মদ রাসেল, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ সাখাওয়াত হোসেন সাগর, হাফেজ মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল জলিল, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ জাহেদ হোসাইন, মুহাম্মদ আরিফুল ইসলাম কুতুবী, মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।
পরিশেষে দোয়া মোনাজাতের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Comments

comments