ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলা ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলনে বক্তারা।
ছাত্র রাজনীতির ঐতিহ্য ফিরিয়ে আনতে ছাত্রসেনার বিকল্প নেই
ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলার প্রতিনিধি সম্মেলন হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রনেতা মুহাম্মদ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে এবং মুহাম্মদ আফজল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেছেন, দেশের ছাত্র রাজনীতির সোনালী অতীত ফিরিয়ে আনতে ইসলামী ছাত্রসেনার বিকল্প নেই। নিজেদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে কোরআন সুন্নাহর আদর্শিক আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। স্ল সম্মেলন উদ্বোধন করেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মোহাম্মদ বদরুর রেজা সেলিম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম জাফরী। বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ- কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ ইমদাদুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি এম অলিউর রহমান, ও বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোহাম্মদ জায়েদ রেজা। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসেনার বিদায়ী সাধারণ সম্পাদক মহসিন সরদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর অর্থ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা মাওলানা জাকির হোসাইন, জেলা ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ-এর সদস্য সচিব মোম্মাদ নাছির উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি শায়ের মোহাম্মদ আব্দুল হালিম সোহাগ, হবিগঞ্জ পৌর শাখার প্রতিনিধি আমির হামজা মাহি, মাধবপুর উপজেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ আবুল হাসনাত, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাকিব, বাহুবল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল বাছির, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হাফেজ মোহাম্মদ জাকারিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি শায়ের মাহদি হাছান রেজা প্রমূখ। সম্মেলনে হাফেজ নাইমুর রহমান সভাপতি, হাফেজ মোহাম্মদ আফজল রেজা চৌধুরী সাধারণ সম্পাদক, হাফেজ মোহাম্মদ আব্দুল বাছির সাংগঠনিক সম্পাদক ও শায়ের মোহাম্মদ অলিউর রহমান অর্থ সম্পাদক নির্বাচিত হয়।