সিলেটের সুনামগঞ্জের বন্যার্ত অসহায় মানুষের মন জয় করল ইসলামী ছাত্রসেনা
ঢাকা বিভাগের জামালপুর,রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ও রংপুর বিভাগের কুড়িগ্রামের পর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর উদ্যোগে গঠিত রিলিফ টিম গতকাল শুক্রবার সুলতানুল বাংলা হযরত শাহজালাল মোজাররদে ইয়ামনী কাদ্দাছিররুহুল আজিজ এর পবিত্র স্মৃতি বিজড়িত সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জ জেলার সদর থানার বন্যাদুর্গত সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ত্রাণ বিতরণ কমিটির প্রধান এডভোকেট জাহাঙ্গীর রিজভী, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ প্রতিনিধি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ও সাবেক প্রক্টর এমদাদুল হক, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট শাহীদ রিজভী ,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় পর্যটন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদুল ইসলাম বাচ্চু, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি ইউছুপ হাসান মাহমুদী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রামীম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সিলেট জেলা নেতা শাহ আলম,হবিগঞ্জ জেলা নেতা মাওলানা বদরুর রেজা সেলিম, ছাত্রসেনা’র ,মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক অলিউর রহমান ,ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা সভাপতি রাহাত হাছান, ছাত্রসেনা ঢাকা নগর সাধারণ সম্পাদ সামিউল শুভ, নারায়নগঞ্জ দাওয়াত-ই-ইসলামীর মহাম্মদ বেলাল,ছাত্রসেনা সিলেট জেলা সভাপতি হাফেজ ক্বারী আবুল খয়ের প্রমুখ।
সুনামগঞ্জে সার্বিক আয়োজনে ছিল ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা সুনামগঞ্জ জেলা।