খবরের বিস্তারিত...

ছাত্রসেনার ৩ যুগ পূর্তি সমাবেশে আল্লামা জুবায়ের

শিক্ষাকে বাণিজ্যকরণ রোধে মেধাবী ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে: ছাত্রসেনার ৩ যুগ পূর্তি সমাবেশে আল্লামা জুবায়ের

জানু. 20, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনার ৩ যুগপূর্তি উপলক্ষে ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি গতকাল শুক্রবার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রসেনার সভাপতি এস.. আবু ছাদেক সিটু’র সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক এম মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন নগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহসভাপতি এম. আহসানুল আলম। বক্তব্য রাখেন, এম. মহিউল আলম চৌধুরী, এম. ওয়াহিদ মুরাদ, রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা এম.. রহিম, এইচ.এম. আলী আজগর খান, আহমদ রেজা, জামাল উদ্দিন, কাজী সুলতান আহমদ, সুলতানুর রশিদ, এম ইউসুফ কবির, এম ইরফান উদ্দিন, এম.. রাসেল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সম্প্রতি সময়ে কিছু ছাত্রদের কর্মকাণ্ডের কারণে ছাত্রসমাজ আজ কলঙ্কিত। ফলে মেধাবী ছাত্র রাজনীতি বিমুখ হচ্ছে। তাই শিক্ষাকে বাণিজ্যকরণ রোধে মেধাবী ছাত্রদেরকে সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। প্রধান বক্তা বলেন, ছাত্রসমাজের গুণগত মান পরিবর্তন প্রত্যয়ে আগামী ২১ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসেনার তিনযুগ পূর্তির ছাত্রসমাবেশ সফল করার আহ্বান জানান। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

 

Comments

comments