খবরের বিস্তারিত...


চট্টগ্রাম কলেজ ইসলামী ছাত্রসেনার মিছিল ও সমাবেশে বক্তারাঃ মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ক্যাম্পাসে ঠাঁই নাই

ফেব্রু. 21, 2016 সাংগঠনিক খবর

  • ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ শাখা আয়োজনে ২১ ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে এক বিশাল র‍্যালী  অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে চট্রগ্রাম কলেজ শহীদ মিনারে পুষ্পার্পন,দোয়া ও মোনাজাত পরিচালনা করে  ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ নেতৃবৃন্দ। শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম আবু সাদেক সিটু বলেন,রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আজকের এই দিনে ১৯৫২সালে বাংলা ভাষা প্রেমীদের রক্তে রঞ্জিত হয়েছিলো বাংলার রাজপথ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল,  শ্রদ্ধার মধ্য দিয়ে তাদের আজ গভীরভাবে স্মরণ করছে বাঙালি জাতি। সেই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম কলেজে শ্রদ্ধার সাথে ২১শে ফেব্রুয়ারি উদযাপন করছে ইসলামী ছাত্রসেনা। সফল এই আয়োজনের জন্য তিনি ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ শাখাকে আন্তরিক ধন্যবাদ জানান। এতে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা এবং চট্টগ্রাম কলেজ নেতৃবৃন্দ।  সভাপতির সমাপনী বক্তব্য রাখতে গিয়ে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি মুরশেদুল ইসলাম  বলেন- ইসলামী ছাত্রসেনা স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি ছাত্র সংগঠন। সুতরাং এ কলেজে ছাত্রসেনা কখনোই বাঙলা ভাষা আন্দোলনের বিরোধিতাকারীদের  ঠাই দিবেনা। তিনি কলেজ প্রশাসনকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল  ছাত্র সংগঠনগুলোর সহবস্থান সৃষ্টি করার আহবান জানান।

12705524_983692051720254_6919600569552225327_n12734099_983692258386900_9013943874900882257_n

ভিডিও দেখুনঃ

Comments

comments