খবরের বিস্তারিত...


তনু হত্যার আসামী গ্রেপ্তারে বিলম্বিত হওয়ায় ইসলামী ছাত্রসেনার নিন্দা ও ক্ষোভ

এপ্রিল 02, 2016 সাংগঠনিক খবর

কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও এখনো কোন আসামী গ্রেফতার না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুর দুইটায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার উদ্যোগে তনু হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার সভাপতি সৈয়দ আবু ছায়িদ শাফিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মনির হোসাইন। ঢাকা মহানগর ইসলামী ছাত্রসেনা সাধারণ সম্পাদক শেখ ফরিদ মজুমদার এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম আবু সায়হাম সুজন, মতিঝিল থানা সভাপতি মুহাম্মদ সামিউল শুভ, লালবাগ থানা সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সবুজবাগ থানা সভাপতি মহিউদ্দিন বাবু, মোহাম্মদপুর থানা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এতে নেতৃবৃন্দ সোহাগী জাহান তনু হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি সুরক্ষিত ও সংরক্ষিত এলাকায় একটি ঐতিহ্যবাহী কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও হত্যাকেন্ডের ঘটনায় মানবতা ভুলুন্ঠিত হয়েছে। এ অমানবিক কান্ড মেনে নেয়া যায় না। প্রশাসন ও কর্তৃপক্ষ যদি হত্যার তদন্তের নাম দিয়ে জনগণের চোখে আইওয়াশের চেষ্টা করে তাহলে বাংলার সচেতন ছাত্র-জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

Comments

comments