১৯৮৮ সালে পলোগ্রাউন্ড মাঠে ছাত্রসেনার ঐতিহাসিক সমাবেশে মাইজভান্ডার দরবারের ভূমিকা
১৯৮৮ সালে ছাত্রসেনা’র ব্যানারে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে আয়োজন করা হয় শতাব্দীর বৃহত্তম ছাত্র সমাবেশ। বিশাল সেই ছাত্র সমাবেশে অর্থ যোগান দিয়ে উপস্থিত সকলকে একবেলা খাবারের ব্যবস্থা করেন মাইজভান্ডার দরবার শরীফের গদীনশীন পীর হযরত সৈয়দ মঈনউদ্দীন আল হাসানী। এর মাধ্যমে সৈয়দ মঈনউদ্দীন আল হাছানী মাইজভান্ডারী ছাত্রসেনা’র নেতা কর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন। এই বিশাল ছাত্র সমাবেশে যোগ দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের সেসময়কার প্রভাবশালী দেশ ইরাকের রাষ্ট্রদূত জোহাইর মুহাম্মদ ওয়াম ও মুক্তিকামী ফিলিস্তিন এর রাষ্ট্রদূত শাহতা জারব। ছাত্রসেনা’র দাওয়াত পৌঁছে যায় আন্তর্জাতিক পর্যায়ে। বিশাল ওই ছাত্রসমাবেশ এর উপর নিউজ কাভার করে বিদেশি ম্যাগাজিন “Far Eastern Economic Review।
(ছাত্রসেনার ইতিহাসের পাতা থেকে…)