খবরের বিস্তারিত...

chattra sena

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফেনীর দাগনভূইয়া ও চাঁদপুর হাজীগঞ্জে ইসলামী ছাত্রসেনার র্যালী

মাহে রমজানকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন জেলায় ইসলামী ছাত্রসেনার আয়োজনে বর্ণাঢ্য স্বাগত র‍্যালী অনুষ্টিত হয়। ইসলামী ছাত্রসেনা ফেনী দাগনভূইয়া উপজেলা ও চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা আয়োজিত র‍্যালীতে অসংখ্য ধর্মপ্রাণ ছাত্রজনতা অংশ নেন।
এইসব র‍্যালীতে বক্তারা বলেন- পবিত্র মাহে রমজান মাস ঈমানদার মুসলমানদের জন্য আল্লাহ’র এক বড় নিয়ামত, বড় এহসান। ধর্মপ্রাণ মুসলমানেরা সারাবছর এই মাসটির জন্য উদগ্রীব হয়ে থাকে। কিন্তু এই পবিত্র মাহে রমজান শুরু না হতেই ব্যবসায়ীরা তারা নিত্যপণ্য জিনিসের মূল্য সিন্ডিকেট করে এবং পণ্যের উচ্চমূল্য ধার্য করে, সাথে খাদ্যে ভেজাল তো আছেই! তাই তাদের প্রতি অনুরোধ, দয়া করে জুলুম করবেন না, সততার সাথে ব্যবসা করুন, অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য এমন ধৃষ্টতাপূর্ণ কাজ করে আল্লাহর রোষানলে পড়বেন না।

Comments

comments