খবরের বিস্তারিত...

পিসটিভি বন্ধ করতে হবে

জঙ্গীবাদ রুখতে পিসটিভি বন্ধ করুন – ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন

জঙ্গিবাদ রুখতে পিস টিভি বন্ধের দাবি জানিয়ে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এম মুনির হোসাইন বলেছেন, ‘পিস টিভির আলোচক ইউসুফ বিন রাজ্জাক- যিনি জেএমবির প্রতিষ্ঠাতা শায়েখ আব্দুর রহমানের অন্যতম অনুসারী। তিনি জুমার খুতবায় উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তাই অবিলম্বে জঙ্গিগোষ্ঠীর চ্যানেল পিস টিভি বন্ধ করে দেয়া হোক।’

সোমবার (২০ জুন) সন্ধায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দেশব্যাপী হত্যা, গুম, জঙ্গিবাদ ও টার্গেট কিলিং-এর প্রতিবাদকালে এ দাবি জানায় ইসলামী ছাত্রসেনা।

বক্তারা বলেন, ‘দেশে শান্তি পুনরায় ফিরিয়ে আনতে হলে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী সালাফী-মওদুদীবাদের প্রচারকারী জামায়াত -শিবিরকে নিষিদ্ধ করতে হবে। সেই জামায়াত-শিবিরই আহলে হাদিস, সালাফী, হিজবুত তাওহিদসহ সকল জঙ্গিগোষ্ঠীর সাথে মিলে ওহাবী মতবাদ প্রতিষ্ঠায় কাজ করছে।’

বক্তারা আরো বলেন, ‘দেশ থেকে ইসলাম মুছে দেয়ার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। একদিকে ইসলাম বিরোধী শিক্ষানীতি বাস্তবায়ন অন্যদিকে জঙ্গিবাদ। এসব কারণে দেশে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

মানববন্ধন থেকে ইসলামী ব্যক্তিত্ব নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সামিউল শুভ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আলী আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস. এম মোস্তফা কামাল প্রমুখ।

জঙ্গীবাদের প্রতিবাদে ছাত্রসেনা

Comments

comments