খবরের বিস্তারিত...

chattra sena protest gulshan attack

মদিনা শরীফ ও ঢাকার গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ মিছিল

জুলাই 10, 2016 সাংগঠনিক খবর

ঈদুল ফিতরের আনন্দ ঘন সময়ে ইফতার গ্রহণ এর পূর্ব মুহূর্তে  সালাফী বাদী তথাকথিত আহলে হাদীস জঙ্গিরা মহাবিশ্বের প্রাণকেন্দ্র, ইশক ও মুহাব্বতের ক্বিবলা  দয়াল নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র পবিত্র কোলে বোমা হামলা করেছে, অন্যদিকে একই আদর্শের জঙ্গীরা বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের অভিজার রেস্তোরায় দেশী-বিদেশী নাগরিকদের জিম্মী করে হত্যা করেছে। উগ্রবাদীদের এহেন হীন কর্মকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা। এতে বক্তারা বলেন-  ‘জেগে উঠো মুসলিম সমাজ। আমার আপনার কাছেই এই সালাফী ও লা মাজহাবী জঙ্গিদের অবস্থান। তাই নিজ নিজ দায়িত্বে বিক্ষোভ প্রতিবাদে মুখর হোন। সমগ্র বিশ্বকে জানিয়ে দিন দ্বীন ইসলামের সমুজ্জ্বল আদর্শের সাথে সালাফী, মওদুদী, আহলে হাদীস, লা-মাজহাবী জঙ্গিবাদের সাথে ন্যুনতম সম্পর্ক নাই। জঙ্গিরা ইহুদী ইজরায়েল ও বিশ্বের সকল মন্দের সূতিকাগার আমেরিকার সৃষ্টি। ওরা ইহুদি খৃষ্টান ও নাস্তিকদের স্বার্থ বাস্তবায়ন করছে’।

 

Comments

comments