খবরের বিস্তারিত...

shahid halim

১০ জুলাই ছাত্রসেনার ১ম শহীদ ‘আব্দুল হালিম’ এর শাহাদাত বার্ষীকি উপলক্ষ্যে নানা আয়োজন

জুলাই 10, 2016 সাংগঠনিক খবর

ছাত্রসেনার প্রথম শহীদ ‘আব্দুল  হালিম’ এর শাহাদাত বার্ষীকি উপলক্ষ্যে ১০ জুলাই সকাল ১০টায় রাউজান দক্ষিণ,দেওয়ানপুরস্থ শহীদের মাজারের পাশের ময়াদানে শহীদ হালিম স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ও ইসলামী ছাত্রসেনার সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মুজীবুল হক শুক্কুর, প্রধান বক্তার বক্তব্য রাখবেন  ছাত্রসেনার কেন্দ্রীয় সেক্রেটারী কফিল উদ্দীন রানা। এতে সভাপতিত্ব করবেন শহীদ হালিম স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় পরিচালক জহির উদ্দীন।

Comments

comments