খবরের বিস্তারিত...

chattra sena

সুন্দরবনের ক্ষতি করে বিদ্যুৎ উৎপাদন কার স্বার্থে ?? – ইসলামী ছাত্রসেনা

জুলাই 30, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন বলেছেন – আমরা বিদ্যুৎও চাই, সুন্দরবনও চাই।

কিন্তু বিদ্যুতের জন্য সুন্দরবন ধ্বংস করা মানে  কিছু পশম উৎপাদনের জন্য শরীরের চামড়া ধ্বংস করা। বন ধ্বংস করে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি  বাংলাদেশ ছাড়া দুনিয়ার আর কোথাও প্রয়োগ করা হয় নাই। বিদ্যুৎ উৎপাদনের মোট ১২০ টির বেশি উপায় আছে। পানি,বায়ু,গ্যাস থেকে সহ নানা উপায়ে সারা দুনিয়ায় বিদ্যুৎ উৎপাদন  করা হচ্ছে। এমনকি উন্নত দেশে মেট্রোরেলের ভীড় থেকেও অভিনব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন  করার কথা  ভাবা হচ্ছে।  জাপান সুনামি ঠেকানোর জন্য  গভীর সমুদ্রে যে দেয়াল বানাচ্ছে, সেই দেয়ালে জলের ধাক্কা থেকেও বিদ্যুৎ উৎপাদন করার কথা ভাবছে। তিনি প্রশ্ন রেখেছেন এত প্রকৃতি বান্ধব পদ্ধতি থাকা সত্বেও সুন্দরবনের ক্ষতি করে বিদ্যুৎ উৎপাদন  কার স্বার্থে ??
‘সুন্দরবনের ক্ষতি হলেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে’ – মাননীয় অর্থমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন- দেশের একজন শীর্ষ রাজনীতিবিদ এর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দুঃখজনক।

Comments

comments