ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদের প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম জেলার মতবিনিময় অনুষ্টিত
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদের প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম জেলার মতবিনিময় সভা কেন্দ্রীয় সহ-সভাপতি আহসানুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী কফিল উদ্দীন রানা। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাদেক সিটু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন প্রমুখ। এতে ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর,দক্ষিন,নগর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী ‘আগামির নেতৃত্ব-তৃণমূল ভাবনা’ কর্মসূচী সফল করতে ও কেন্দ্র প্রকাশিত সাংগঠনিক স্তরের সিলেবাসের পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলা নেতাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।