খবরের বিস্তারিত...

নারায়নগঞ্জ-বন্দর-ছাত্রসেনা

নারায়নগঞ্জের বন্দর থানায় ইসলামী ছাত্রসেনার কমিটি গঠিত

জানু. 01, 2017 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা বন্দর থানা ২০১৬ইং কাউন্সিল অধিবেশন ২০১৬ইং সম্পন্ন হয়েছে।।।

মোঃ নোমানকে সভাপতি ও মোঃ মুনিম আহমেদ অভিকে সাধারন-সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।।

উক্ত কাউন্সিল অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন জনাব- মোঃ মোবারক হোসেন খান কমল, সভাপতি- বন্দর প্রেসক্লাব,সভাপতি- জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম উদযাপন কমিটি বন্দর থানা।।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- আওলাদে রাসূল,পীরজাদা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী মাঃজিঃআঃ আল-আবেদী,ভাইস চেয়ারম্যান,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- মাওলানা শহীদুল ইসলাম আল-আবেদী সাহেব,আহবায়ক- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলা

মোঃ নুরুল ইসলাম,যুগ্ন-আহবায়ক,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলা

ডাঃ আশিক মাহমুদ মিতুল,স্বাস্হ্য বিষয়ক সম্পাদক- ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ

উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান-নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন- ছাত্রনেতা- মোঃ রাহাত হাসান রাব্বী, সভাপতি- ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন- আলহাজ্ব পারভেজ আলম,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক

সংগ্রামী ছাত্রনেতা -মোঃ গোলাম মোস্তফা নীরব,সভাপতি- ইসলামি ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর

সংগ্রামী ছাত্রনেতা- মোঃ সাইফুল ইসলাম তারেক- অর্থ-সম্পাদক- ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা

সংগ্রামী ছাত্রনেতা- মোঃ Ridwan Islam Nibir, দপ্তর সম্পাদক- ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা

উক্ত কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন- জঙ্গীবাদ সন্ত্রাসবাদ ও সমাজ থেকে সমস্ত অন্যায়-অত্যাচার,অশান্তি দূর করতে হলে কুরআন-সুন্নাহ মোতাবেক সমাজ পরিচালনার বিকল্প পথ নেই।তাই আসুন সকল মানবরচিত মতবাদকে পিছনে ফেলে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের লহ্মে ইসলামী ছাত্রসেনার পতাকাতলে এসে কাজ করুন।ইসলামী ছাত্রসেনা একমাত্র রাসূলেপাকের আদর্শের কথাবলে ওলী আওলীয়ার আদর্শের কথা বলে। বর্তমান যুবসমাজকে মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সর্বদা তৎপর থাকতে হবে,এসবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে।।

উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন- মোঃ নোমান,সভাপতি- ইসলামী ছাত্রসেনা বন্দর থানা

Comments

comments