খবরের বিস্তারিত...


বার্মায় গণহত্যার প্রতিবাদে উত্তাল নাঃগঞ্জঃ ইসলামী ছাত্রসেনার সমাবেশে ছাত্র জনতার ঢল

সেপ্টে. 09, 2017 সাংগঠনিক খবর

মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন ও গনহত্যার এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে এক বিহ্মোভ মিছিল ও সমাবেশ করা হয়েছেঃ
উক্ত বিহ্মোভ মিছিলটি নারায়নগঞ্জ নগর ভবন সংলগ্ন বায়তুল ইজ্জত জামে মসজিদ হইতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদহ্মিন করে নারায়নগঞ্জ প্রেসক্লাবে গিয়ে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।
ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা সভাপতি রাহাত হাসান রাব্বীর সভাপতিত্বে উক্ত বিহ্মোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জননেতা এডভোকেট শহীদুল আলম রেজভী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জননেতা আলহাজ্ব মাঈনউদ্দীন ভাই-কেন্দ্রীয় নির্বাহী সদস্য,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশজননেতা আলহাজ্ব গোলাম মাওলা-কেন্দ্রীয় নির্বাহী সদস্য,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিষয়ক সম্পাদক-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক,ছাত্রনেতা-এম কফিলউদ্দীন রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইকবাল সোবহান এ্যপলো,সাধারন-সম্পাদক,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলা,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর এর সভাপতি ছাত্রনেতা-গোলাম মোস্তফা নীরব বক্তারা তাদের বক্তব্যে বলেন- “মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপরে অমানবিক নির্যাতন গনহত্যা যা সহ্য করার মত নয়।আজকে কেনো পশ্চিমা বিশ্বসহ ইউনেস্কো এই ব্যাপারে চুপ?কেনো মানবাধিকার সংস্থাগুলোর মাঝে কোন প্রতিবাদ নেই?বাংলাদেশের উপর কেনো সমস্ত দায়ভার চাপানো হচ্ছে যতবার তারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেয়ার কথা বলেছেন ততবার যদি তারা মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করতো তাহলে তারা এই নির্যাতন গনহত্যা বন্ধ করতে বাধ্য হতো।বাংলাদেশ সরকারের প্রতি আহবান থাকবে যেহুতু রোহিঙ্গা সমস্যা বর্তমানে রোহিঙ্গা মুসলিমদের একার সমস্যা নয় তারা বাংলাদেশের ভুখন্ডে অবস্থান করছে এবং মানবিক দৃষ্টিকোন থেকেও এটা আমাদের কারো কাম্য নয় অতিসত্বর এর বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করা।মায়ানমারের সঙ্গে প্রয়োজনে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কঠোর হুশিয়ারি উচ্চারন করা।রোহিঙ্গাদের উপর গনহত্যা বন্ধ করুন এবং মায়ানমারের জালেম প্রধানমন্ত্রী আং সান সূচীর শান্তির নোবেল বাতিল করা হোক।অবিলম্বে এই হত্যা ও নির্যাতন বন্ধ করা হোক।পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ বেড়েই চলছে কিন্তু দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারনে এর সংখ্যা বেড়েই চলছে তাই সরকারের প্রতি আহবান থাকবে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করা হোক এবং দ্রুত বিচার ট্রাইবুনালে এর বিচার করা হোক প্রয়োজনে আইন পাশ করে এদের বিরুদ্ধো দ্রুত বিচারের ব্যাবস্থা করা হোক।
উক্ত বিহ্মোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক- এম রিদওয়ানুল ইসলাম নিবির,সাংগঠনিক সম্পাদক-রহুল আমিন,অর্থ সম্পাদক-সাইফুলইসলাম তারেক, ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর অর্থ সম্পাদক- ইমরান,ইসলামী ছাত্রসেনা বন্দর থানার সিনিয়র সহ-সভাপতি-আনিছ আহমেদ,সাধারন সম্পাদক-মুনিম আহমেদ,নন্দলালপুর,ফতুল্লা শাখা এর সভাপতি-হাবিবুর রহমান ,সাধারন সম্পাদক-মাসুম আহমেদসহ প্রমুখ

Comments

comments