খবরের বিস্তারিত...


হবিগঞ্জে রোহিঙ্গা নিধনের প্রতিবাদ সমাবেশে মুসলিম জাতিসংঘ গঠনের দাবী ইসলামী ছাত্রসেনা’র

সেপ্টে. 15, 2017 সাংগঠনিক খবর

মিয়ানমারে নারী-শিশুসহ মুসলমানদের হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের সাইফুর রহমান টাউন হলে বিক্ষোভ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাওলানা আবু তৈয়ব মুজাহিদীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের সভাপতি আল্লামা মুফতি আবু তৈয়ব মোহাম্মদ নুর উদ্দিন জঙ্গী, সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি পীর আবু ছাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জাফরী, হবিগঞ্জ জেলা ্ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সহ-সভাপতি মুফতি এম এ মোমেন, জেলা সহ-সাধারণ সম্পাদক ও আব্দুল কাদির বাজুকী (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান আবিদুল হক নকশে বন্দি। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন আল আবেদী, জালাল উদ্দিন আল আবেদী, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ ওয়াহেদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আল আবেদী,  সাংগঠনিক সম্পাদক মুফতি বদররুর রেজা সেলিম, অর্থ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, ইসলামী ছাত্রসেনা সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রামীম, বাহুবল উপজেলা ইসলাামিক ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী, হবিগঞ্জ পৌর শাখার আহবায়ক হাফেজ মফিজুর রহমান নকশেবন্দি, শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি সৈয়দ আকিকুর রেজা, জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, জেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক অলিউর রহমান, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সদর উপজেলা সভাপতি হাফেজ আব্দুল হান্নান, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বানিয়াচং উপজেলা সভাপতি মোহাম্মদ মহসিন সরদার, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন চিশতি, চুনারুঘাট উপজেলা ছাত্রসেনার সভাপতি শোয়েব আহমেদ, লাখাই উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানা সভাপতি হাফেজ সুমন, মাধবপুর উপজেলা ছাত্রসেনার অন্যতম নেতা আবুল খায়ের, ইসমাইল হোসেন, মোহাম্মদ রিয়াদ, হবিগঞ্জ আলীয়া মাদ্রাসা শাখার হাফেজ আবু বকর, পারভেজ মোশারফ ও হাফেজ ফেরদৌস প্রমূখ। এর আগে সকাল ১০টায় শহরের সাইফুর রহমান টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের সভাপতি আল্লামা নুর উদ্দিন জঙ্গীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হবিগঞ্জের বিভিন্ন সুন্নী সংগঠনের নেতৃবৃন্দসহ আপামর সুন্নী জনতা স্বতঃস্ফ’র্ত ভাবে অংশ গ্রহণ করেন। বক্তারা- মুসলমানদের উপর নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং অনতি বিলম্বে মিয়ানমারের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ ও নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে নেয়া, অংসান সুচির নোবেল পুরস্কার বাতিলসহ ইসলামীূ জাতিসংঘ গঠনের দাবী জানান।

Comments

comments