খবরের বিস্তারিত...


নেতৃত্বের বিকাশ অব্যাহত রাখতে ছাত্র সংসদ নির্বাচন বিকল্পহীন

জানু. 22, 2018 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি দিবসে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন, ১৯৮০ সালের ২১ জানুয়ারি ছাত্রসমাজের অধিকার সংরক্ষণ, ন্যায্য দাবি–দাওয়া আদায়, শিক্ষার উন্নয়ন তথা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ সুরক্ষায় এদেশে প্রতিষ্ঠা লাভ করে ইসলামী ছাত্রসেনা। সন্ত্রাস, পেশিনির্ভর ও মেধাহীন রাজনীতির বিপরীতে ইতোমধ্যে এদেশের ছাত্ররাজনীতির অপরিহার্য অংশে পরিণত হয়েছে ইসলামী ছাত্রসেনা। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কলেজ, বিশ্ববিদ্যালয় সমুহতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় গোটা ছাত্ররাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ভবিষ্যত নেতৃত্বের বিকাশমান ধারা অব্যাহত রাখতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু করার কোনো বিকল্প নেই। গতকাল রোববার বিকেলে আলোচনা সভার পর বর্ণাঢ্য র‌্যালি ওয়াসার মোড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় ওয়াসার মোড়ে এসে শেষ হয়। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক এএম মঈন উদ্দিন চৌধুরী হালিম। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক কামরুল হাসান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আইয়ুব, এম ইউসুফ কবির, ইমাম হোসেন, রাশেদুল ইসলাম রাসেল,আব্দুল্লাহ আল মামুন,আবুল হাশেম রাশেদ, শিহাব উদ্দিন, মাসরুর রহমান,আবু হানিফ, নাঈম উদ্দিন, নাসির উদ্দিন ও দিদার রেজা প্রমুখ।

Comments

comments