শহীদবেদীতে ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা কমিটির শ্রদ্ধা
ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের শহীদবেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা কমিটি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কমিটির নেতারা শহীদবেদীতে এ শ্রদ্ধা জানায়।
এসময় ইসলামী ছাত্রসেনা ফতুল্লা থানার সভাপতি মাসুম আহমেদ বলেন-ভাষা আন্দোলনে থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়। মাতৃভাষার আন্দোলনের চেতনা আমাদেরকে শিক্ষা দেয় যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোন অপশক্তিকে রুখে দাঁড়ানো যায় সহজেই আর সেই আন্দোলনের সূচনা করেছিলো ছাত্ররা। তাই ছাত্র রাজনীতির সহাবস্থান ক্যাম্পাসে চালু করতে হবে। প্রশ্নপত্র ফাঁসকারী চক্রকে প্রতিরোধ করতে হবে। অন্যথায় দায়িত্বে অবেহলার কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিৎ ।
তিনি আরও বলেন, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সরকারে জিরো টলারেন্স দেখাতে হবে। কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মানবরচিত মতবাদকে পিছনে ফেলে ইসলামী ছাত্রসেনার ছায়াতলে আশার ছাত্রসমাজের প্রতি আহবান জানাই।