না জানলে বলতে শিখুন, আমি জানি না।
ইমাম ইবনুল জাউযী রহ. বলেন:
ইমাম মালেক বিন আনাস রা. কে এক ব্যক্তি একটি মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করল।
ইমাম মালিক বললেন: এর উত্তর আমার জানা নাই।
লোকটি বলল: আমি এই মাসআলাটির উত্তর জানার জন্য কত দূরের পথ পাড়ি দিয়ে আপনার নিকট এসেছি আর আপনি বলছেন, আপনি জানেন না?!!
ইমাম মালেক বললেন: আপনি নিজ এলাকায় ফিরে গিয়ে মানুষকে বলে দিন যে, মালেককে প্রশ্ন করেছিলাম কিন্তু বলেছে, সে জানে না।”
(সাইদুল খাতের, অনুচ্ছেদ: ১৪৭)
————————
আমি এত বড় আলেম…এত বড় লেখক…এত বিখ্যাত বক্তা…এত জাঁদরেল হাফেজ…ইমাম.. এত উঁচু সিলেব্রিটি…. লোক আামাকে সম্মান করে আমি যদি উত্তর নাই দি তাহলে লোকে কী বলবে? মান-সম্মান সব শেষ হয়ে যাবে!! তাই যে কোনভাবে উত্তর দিতেই হবে- এই মনোবৃত্তি অত্যন্ত বিপদজনক।
বরং কোন বিষয়ে না জানলে, সহজভাবে বলা উচিৎ, আমার জানা নাই। অথবা জরুরি ক্ষেত্রে বলা উচিৎ, ‘এই মূহুর্তে আমার জানা নাই; পরে জেনে আপনাকে উত্তর দিবো ইনশাআল্লাহ’। এতে দোষের কিছু নেই। কারণ, একজন মানুষকে সব কিছু জানা থাকতে হবে তা জরুরি নয়। সব সময় সব কিছু মুখস্ত থাকতে হবে তাও জরুরি নয়। তবে না জেনে ভুল উত্তর দেয়া অবশ্যই মারাত্মক দোষের। বিশেষ করে দ্বীনের বিষয়ে। তাই সতর্কতা জরুরি।
আল্লাহ আমাদেরকে হেফাযত করুন। আমীন।
(সংগৃহীত)