হাজীগঞ্জে ইসলামী ছাত্রসেনার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ২১ জানুয়ারি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা ও শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ন্যাঢ্য rally অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে ইসলামিক ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা কার্যালয়ে আলোচনা শেষে বিশাল র্যালী হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো: দিদারুল আলম। হাজীগঞ্জ শহর শাখা সভাপতি মো: মমিনুল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাবেক সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মো: মনজুর আলম পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা প্রচার সম্পাদক মাও. মইনুদ্দীন ভূঁইয়া আজমী, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার মো: দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাবেক সভাপতি মো: মোস্তফা কামাল মিয়াজী, সভাপতি মো: বদিউজ্জামান, সাধারন সম্পাদক হাফেজ মো: শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো: খোরশেদ আলম ও শহর শাখার সাধারণ সম্পাদক মো: আল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।