২১শে জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশের প্রস্তুতি
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র সহযোগি ছাত্র সংগঠন অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ‘ইসলামী ছাত্রসেনার আদর্শ, ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশাল ছাত্র সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি’র যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
আগামী ২১ জানুয়ারি ২০ইং মঙ্গলবার সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিশাল ছাত্র সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি’ উপলক্ষে এক প্রস্তুতি সভা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট এম শাহিদুল আলম রিজভী ,ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এম এম নাঈম উদ্দীন সহ ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ।
বক্তারা বলেন, লোভ আর হিংসার বশবর্তী না হয়ে রসূল আদর্শের সেনানীরা যেভাবে বীরদর্পে এগিয়ে যায় অদূর ভবিষ্যতে সন্ত্রাসমুক্ত ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ায় ছাত্রসেনার অগ্রণী ভূমিকা পালন করবে।