খবরের বিস্তারিত...


চট্টগ্রাম উত্তরজেলার ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

ফেব্রু. 02, 2021 সাংগঠনিক খবর

২১শে জানুয়ারি ইসলামী ছাত্রসেনার আদর্শ,সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪১বছর পূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র্্যালি দামপাড়াস্থ শহীদ লিয়াকত মিলনায়তনে উত্তর জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিসবাহুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত হয়।উদ্বোধন করেন উত্তর জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়্যবী, প্রধান অতিথি ছিলেন চসিক ইসলামিক ফ্রন্টের মেয়র পদপ্রার্থী জননেতা আলহাজ্ব ওয়াহেদ মুরাদ।বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ,অধ্যক্ষ এম ইব্রাহিম আক্তারী,উত্তর জেলা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হোসেন,ইসলামী ছাত্রসেনা উত্তর জেলার সাবেক সভাপতি কাজী আহসানুল আলম। আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আবুধাবী শাখার সি.সভাপতি রেজাউল করিম,ফ্রন্ট নেতা এইচ এম নাছির উদ্দিন, মুহাম্মদ হোসাইন, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা খ.ম.জামাল উদ্দিন।বক্তব্য রাখেন,জেলা সহ-সভাপতি গিয়াস উদ্দিন খাঁন, ইন্জিনিয়ার রাকিব, সাবেক সেনা নেতা এম এ রহিম আজাদ, মোরশেদ রেজা কাদেরী,আনোয়ার হোসেন রানা,আবু তৈয়্যব, আলমগীর মাসুদ,হাসান ইমাম,তাজুল ইসলাম, হাফেজ ফোরকান, আসাদুজ্জামান, আব্দুল কাদের,হেলাল, ইসমাইল, নেজাম,নুরুল আলম আরমান,তানবীর কুতুবী, শাহেদ চৌধুরী প্রমুখ।সকাল ১০.৩০টায় জাতীয় ও দলীয় উত্তোলন অতপর পবিত্র খতমে কোরআনের মধ্যদিয়ে অনুষ্টান শুরু হয়।বই পড়া প্রতিযোগিতা থেকে জেলা ও উপজেলা দায়িত্বশীলদের পৃথক কুইজ ও মেধা যাচাই এবং তাৎক্ষনিক পুরষ্কার প্রদান,ছাত্রসেনার ইতিহাস ঐতিহ্যের উপর সারগর্ভ আলোচনা শেষে বর্নাঢ্য র্্যালি চট্টগ্রাম ওয়াসা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম ম্যানশনে এসে সমাপ্তি হয়।

Comments

comments