শহীদ লিয়াকত দিবসে ইসলামী ছাত্রসেনার শ্রদ্ধাজ্ঞাপন
ঐতিহাসিক ১০ এপ্রিল শহীদ লিয়াকত দিবস উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এবিএম আরাফাত মোল্লা ও শেখ ফরিদ মজুমদার এক বিবৃতিতে বলেন, শহীদ লিয়াকত কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একটি প্রাতিষ্ঠানিক নাম। ইসলামী ছাত্রসেনার অগ্রযাত্রাকে রুখে দিতে দেশের স্বাধীনতা বিরোধী পাপিষ্ঠ আত্মারা পরিকল্পিতভাবে ১৯৮৬ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম কমার্স কলেজ চত্বরে মুহাম্মদ লিয়াকত আলী (রহ.) কে নির্মমভাবে শহীদ করে। সেদিন তারা শহীদ লিয়াকত আলী (রহ.) কে হত্যা করে ইসলামী ছাত্রসেনার অগ্রযাত্রাকে গলা টিপে ধরতে চেয়েছিল। কিন্তু দেশব্যাপী সুন্নী জাগরণ ও ইসলামী ছাত্রসেনার আদর্শিক শক্তির কাছে তাদের পরাজয় হয়েছিল। নেতৃবৃন্দ বলেন, ন্যায়ের প্রশ্নে আপোষহীন, মেধাবী শহীদ লিয়াকত আলী একজন আপাদমস্তক আদর্শবান মানুষ ছিলেন। ছোটকাল থেকেই পবিত্র কুরআন-সুন্নাহ ও ইসলামী তাহজিব-তামাদ্দুনের পরিপূর্ণ অনুসরণ করে তিনি এলাকাবাসী, সহপাঠী ও সাংগঠনিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন। ধর্মান্ধ ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের চিরশত্রুদের হাতে নির্মমভাবে শহীদ হয়ে তিনি আমাদের কাছে অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। ইসলামী ছাত্রসেনার লাখো নেতাকর্মী শহীদ লিয়াকত আলী (রহ.) এর আদর্শকে বুকে ধারণ করে গঠনমূলক সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে দেশমাতৃকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি শাহাদাতের পেয়ালা পান করে আমাদের মাঝে অমর হয়ে আছেন এবং আমাদের সাংগঠনিক কর্মকান্ডে অনুপ্রেরণার উৎস হয়ে যুগ যুগ ধরে কুরআন-সুন্নাহর আন্দোলনের নেতাকর্মীদের হৃদয় চির জাগরুক হয়ে থাকবেন। ইসলামী ছাত্রসেনা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শহীদ লিয়াকত আলী (রহ.) এর উচ্চ মর্যাদা ও বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছেন।