খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনার মতবিনিময় সভায় এম কফিল উদ্দিন রানা

ফেব্রু. 06, 2023 সাংগঠনিক খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ বই সরবরাহে সরকারের ব্যর্থতা শিক্ষাখাতে অশনিসংকেত

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ছাত্রবিষয়ক সহ-সম্পাদক এম. কফিল উদ্দিন রানা বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বিশ্বব্যাপী দেশগুলোতে শিক্ষাখাতকে অত্যন্ত গুরুত্বের সাথে অগ্রাধিকার দেয়া হলেও দুঃখজনকভাবে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে শিক্ষাখাত নানাভাবে অবহেলার শিকার হয়েছে। শিক্ষাখাতকে অবজ্ঞা করে সরকার কিভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তা জাতির কাছে বোধগম্য নয়। নতুন শিক্ষাবর্ষে এক মাস পার হলেও সরকার এখনো পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ নতুন বই সরবরাহ করতে পারেনি। বই সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষা-কার্যক্রম ব্যহত হচ্ছে তা নিঃসন্দেহে জাতির জন্য অশনিসংকেত। চট্টগ্রামস্থ দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা ফরিদুল হকের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাউছারুল ইসলাম সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ছাত্রবিষয়ক সহ-সম্পাদক এম কফিল উদ্দিন রানা। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। আলোচনায় অংশ নেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক এম. রাশেদুল ইসলাম রাসেল, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, প্রচার সম্পাদক এস. এম. ইসমাঈল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাসরুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান মুকুল, মুহাম্মদ শিহাব উদ্দিন, এইচ এম ফোরকান উদ্দীন, মুহাম্মদ সাইফুল ইসলাম তাহেরী, মুহাম্মদ মামুনুর রশীদ, মুহাম্মদ তানভীর কুতুবী, মুহাম্মদ হাসান ইমাম প্রমুখ।

Comments

comments