খবরের বিস্তারিত...


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে সেনানী শুভেচ্ছা

মার্চ 27, 2023 সাংগঠনিক খবর

আজ অগ্নিঝরা ২৬ মার্চ, বাঙ্গালি জাতির স্বাধীনতা দিবস। বাঙালির রক্ত, অশ্রুম্নাত বিক্ষুব্ধ বিদ্রোহের দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন ২৬ মার্চ । দীর্ঘ ২৩ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একান্তরের এই দিনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সংগত কারণে এই গৌরব ও অহংকারের দিনটির গুরুত্ব ও তাৎপর্য প্রতিজন দেশপ্রেমিক বাঙালির কাছে সীমাহীন । ২৫ মার্চের ভয়াল কালরাত্রি’র পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ মার্চ। সেদিন বাঙালির চোখে ছিল জল, বুকে ছিল আগুন।

স্বাধীনতা মহান আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত। কারণ স্বাধীনতা লাভের মধ্য দিয়ে একটি জাতি স্বাধীনভাবে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ার সুযোগ পায়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এদেশের সুর্যসন্তানরা প্রাণের মায়া উপেক্ষা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বিশ্বমানচিত্রে স্থান পায় বাংলাদেশ নামের ভূখণ্ড। যুদ্ধবিধ্বস্ত দেশ বাংলাদেশ অল্প সময়ের ব্যবধানে বিশ্বের বুকে ব্যাপক সফলতা দেখিয়েছে। কিন্তু কিছু ব্যর্থতা আমাদের সাফল্যগুলোকে ম্লান করে দিচ্ছে। এখনো আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি, যে সমাজে কুচক্রী, স্বার্থান্ধ মহলের হীন ষড়যন্ত্র অনুপস্থিত, যেখানে নেই সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, নেই কোনো উত্তেজনা, অনিশ্চয়তা, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ। স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও সক্রিয় রয়েছে। এ অপশক্তি বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। ফলে মুক্তিযোদ্ধাদের সোনার বাংলার স্বপ্ন মলিন হতে চলেছে। আজকের এই দুর্দিনে দেশ বিরোধী যাবতীয় ষড়যন্ত্র রুখে দিয়ে সত্যিকারের সোনার বাংলা গড়তে ছাত্র ও যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দীপ্ত শপথ নিতে হবে। অন্যথায় সোনার বাংলা গড়ার স্বপ্ন অধরাই রয়ে যাবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও আপামর ছাত্রসমাজের প্রতি সংগ্রামী সেনানী শুভেচ্ছা জানাচ্ছি।

শুভেচ্ছান্তে-
মুহাম্মদ ফরিদ মজুমদার
সভাপতি
ইসলামী ছাত্রসেনা

মুহাম্মদ ইমদাদুল ইসলাম
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্রসেনা

Comments

comments