ইসলামী ছাত্রসেনা গন্ডামারা ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন
বাঁশখালী প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা গন্ডামারা ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন ৩ জুলাই ২০২৩ ইং অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য চট্টগ্রাম বাঁশখালী (১৬) আসনের চেয়ার প্রতিকের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গন্ডামারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক ইউনিয়ন ছাত্রনেতা এম করিম উদ্দিন, হাফেজ আব্দুর রহিম বাদশা, রিফাত ভাই, মাওলানা আবু সৈয়দ, এম বোরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা রেজাউল করিম। নির্বাচন কমিশন ছিলেন ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখার সংগ্রামী অর্থ সম্পাদক ছাত্রনেতা জাহিদুল ইসলাম। প্রতিনিধি সম্মেলনে গন্ডামারা হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ সেশনে (খ) বিভাগে ৩০০ তম স্থান অধিকারকারী মেধাবী শিক্ষার্থী মাহমুদ জাহেদকে সংবর্ধনা প্রদান করা হয়।পরিশেষে এম কাশেমকে সভাপতি , হাফেজ ফোরকানকে সাধারণ সম্পাদক এবং তারেকুল ইসলাম তারেককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।