খবরের বিস্তারিত...

ছাত্রসেনা,মনির হোসাইন

সুন্নী পীর-আলেমদের নিরাপত্তা দেওয়া হোকঃ ঢাকার আগারগাওতে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি

মে 01, 2016 অন্যান্য

ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা আজ বিঘ্নিত। মানুষ ঘরে-বাইরে খুন-গুম হচ্ছে। দেশীয় গোয়েন্দা সংস্থাগুলো আশংকা করছেন উগ্র জঙ্গী গোষ্ঠী এইসব সিরিয়াল কিলিং ঘটাচ্ছে। সুফীবাদী ধ্যান ধারণার সুন্নীরা এইসব উগ্রবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব, তাই স্বাভাবিকভাবেই সুন্নী পীর-মাশায়েখ, আলেম-ওলামারা এইদের টার্গেটে পরিণত হওয়ার আশংকা করছি। এমতাবস্থায় বিদ্যমান পরিস্থিতিতে সুন্নী পীর-আলেমদের নিরাপত্তা জোরদার করা সরকারের গুরুদায়িত্ব। তিনি দেশের সিনিয়র সুন্নী আলেম আর হক্কানী পীরদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

তিনি ঢাকার আগারগাওতে আঞ্জুমান হাক্কানী হেলালীয়া দরবার শরীফে অনুষ্ঠিত  ৯ম বার্ষিক মাহফিলে এই মন্তব্য করেন। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব কেবলা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডেন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র সম্মানিত চেয়ারম্যান,আওলাদে রাসুল আল্লামা শাহসুফি সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদী (মাঃজিঃআঃ)। মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমান হাক্কানী হেলালীয়া দরবার শরীফের পীরসাহেব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরের সহ-সভাপতি আল্লামা মোশারফ হোসেন হেলালী।

Comments

comments