খবরের বিস্তারিত...

chattra sena

আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর বেলাদত শরীফে ছাত্রসেনা নারায়নগঞ্জ নগরের শুভেচ্ছা

মে 13, 2016 অন্যান্য

পবিত্র ৫ শাবান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আউলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর বেলাদত শরীফ। এই মহান কীর্তিমান ১৯৬০ ইং সনে ১৩৬৭ হিজরীতে ৫ই শাবান বিখ্যাত সৈয়দ পরিবারে (হাজীগঞ্জ, চাঁদপুর,বাংলাদেশ) জন্মগ্রহন করেন। তিনি ইমামে রাব্বানী, মুজাদ্দেদে জামান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর প্রতিষ্ঠাতা, মুজাদ্দেদে আল ফেসানী (রাঃ) এর ৯ম বংশধর আওলাদে রাসূল আবু নসর সৈয়দ আবেদ শাহ আল-মাদানী (রাঃ) এর তৃতীয় পূত্র। তিনি বর্তমানে বাংলাদেশের সুন্নীয়তের জাতীয় আন্দোলনের শীর্ষনেতা। এই মহান সাধক ও সংগঠকের বেলাদত শরীফে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছান জানান ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর নেতৃবৃন্দ।

Comments

comments