ঝিনাইদহে সুন্নী ও দেওবন্দীদের বাহাসঃ দেওবন্দীদের উর্দ্ধত আচরণ গ্রামবাসীর প্রত্যাখ্যান
গত ১৬ মে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ঝনঝনিয়া গ্রামবাসীর উদ্যোগে আহলে সুন্নাত্ত ওয়াল জামাত এর মতাদর্শে বিশ্বাসী সুন্নী আলেম ও দেওবন্দী আলেমদের মধ্যে বাহাস অনুষ্ঠিত। সুন্নী আলেমদের পক্ষে অংশ নেন দেশের প্রখ্যাত সুন্নী আলেম আল্লামা মুফতী শাহ আলম (মাঃজিঃআঃ)। যে গুরত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাহাস অনুষ্ঠিত হয়েছে তা হলঃ মিলাদ কিয়াম. নামাযের পরে মুনাজাত করা. ইছালে ছাওয়াব করা. রাসুল (সাঃ) নূর, রাসুল এর (সাঃ) হাজির নাজির, কবর জিয়ারত করা, মাজারে শরীফ জিয়ারত ইত্যাদি। সুন্নী আলেমগণ প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য কিতাব থেকে উপযুক্ত দলিল পেশ করে যুক্তি প্রদর্শণ করেছেন। অন্যদিকে দেওবন্দী আলেমগণ অসংখ্য কিতাব সাথে নিয়ে আসলেও তারা সেখান থেকে উপযুক্ত দলিল দিতে ব্যর্থ হয়েছেন, উপরন্তু তারা গাড়ি ভর্তি মাদ্রাসার ছাত্র নিয়ে এসে শক্তি প্রদর্শন করেই জেতার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। এমনকি তারা আলোচনার ফাঁকে কয়েকবার চটে গিয়ে পরিচালকের কাছেও ধর্ণা দিয়েছেন। গ্রামবাসী তাদের উর্দ্ধত আচরণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সুন্নী আলেমগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অটল থাকার জন্য গ্রামবাসীর প্রতি আহবান জানিয়েছেন।