২২ মে থেকে বাংলাদেশে ‘মাদানী চ্যানেল বাংলা’ সরাসরি সম্প্রচার শুরু
দাওয়াতী ইসলামী বাংলাদেশ এর প্রচেষ্টা ও উদ্যোগে আগামি ২২ মে থেকে সরাসরি সম্প্রচার শুরু হতে যাচ্ছে বাংলা ভাষার ইসলামিক স্যাটেলাইট চ্যানেল ‘মাদানী চ্যানেল বাংলা’। উদ্যাক্তাদের সূত্রে জানা গেছে এই ইসলামিক চ্যানেলে কোন বিজ্ঞাপন থাকবে না এবং ইসলামী শরীয়ত বিরোধী কোন অনুষ্টান প্রচার করা হবে না। ইতিমধ্যে তাদের এই যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশের প্রখ্যাত সুন্নী আলেম ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সাংগঠনিক সম্পাদক পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী সহ দেশের শীর্ষস্থানীয় সুন্নী আলেম ও সংগঠকবৃন্দ।