ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি আয়োজনে হাফেজ নুরুল আমিন মাইজভাণ্ডারীর (রহঃ) স্মরণসভা অনুষ্ঠিত
১৭ রমজান বৃহস্পতিবার বাদে আছর ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস উদযাপন, হারুয়ালছড়ি সুন্নিয়তের অগ্রপথিক হাফেজ নুরুল আমিন মাইজভাণ্ডারী (রহ:) এর স্মরন সভা ও ইফতার মাহফিল হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্টিত হয়।।
এতে ইউনিয়ন সভাপতি রব্বানি বোরহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি দরবার শরীফের সম্মানিত শাহজাদা, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মাওলানা বোরহান উদ্দিন শফিউল বশর, প্রধান বক্তা হারুয়ালছড়ি গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা হোসাইন ফারুকী সাহেব, বিশেষ অতিথি জনাব মাষ্টার মুহাম্মদ মুছা, মাওলানা মুহাম্মদ ইউছুপ , ছাত্রসেনা উপজেলা সভাপতি ফরিদুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ এমরান সহ হারুয়ালছড়ির সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।