সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের আহবান ইসলামী ছাত্রসেনার
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নেছারিয়া আলিয়া শাখার উদ্যেগে দেশব্যাপী সন্ত্রাস ও জংগীবাদের বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ঐতিহাসিক অলংকার চত্বরে সংগঠনের সভাপতি ছাত্রনেতা মনির উদ্দিনের অনুস্টিত হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্যা আল্লামা জানে আলম নেজামী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সহ সভাপতি ছাত্রনেতা কাজী সুলতান আহমেদ।প্রধান অতিথি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন,একটা মহল সর্বদা মাদরাসার ছাত্রদের মধ্য জংগীবাদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে ব্যাস্ত ছিলো,আজকে যখন তারা বাংলার আপামর জনতার কাছে ভুল প্রমাণিত হয়েছে এখন তাদের গলার আওয়াজ নিচু হয়ে গেছে,তিনি সরকার কে সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কে নিয়ে জংগীবাদ বিরোধী জনমত গড়ে তোলার আহবান জানান।উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা নগর সহ সভাপতি কাজী সুলতান,কফিল উদ্দিন,রাশেদ,রিয়াজ,তানভীর ও আসাদ সহ অন্যন্য নেতৃবৃন্দ।