রংপুরের বিভাগের কুড়িগ্রাম জেলায় বন্যার্তদের মাঝে ইসলামী ছাত্রসেনার ত্রাণ বিতরণ
রংপুর বিভাগের কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে আজ ত্রাণ বিতরণ করছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ এর প্রতিনিধি দল।
ইতিপূর্বে ঢাকা বিভাগের জামালপুর জেলা ও রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উক্ত ৩ টা সংগঠনের রিলিফ টিম।
বন্যা দুর্গত এলাকায় দুঃস্থ জনগণের মাঝে উপহার বিতরণের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রংপুর বিভাগের বন্যা দুর্গত কুড়িগ্রাম জেলার সফররত রিলিফ টিমের নেতৃত্ব দিচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ত্রাণ বিতরণ কমিটির প্রধান এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার সফর সঙ্গী হিসেবে আছেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহিদ রিজভী , ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ নাঈম উদ্দীন। ঢাকা থেকে গতকালই রওয়ানা হওয়া অগ্রবর্তী টিমে ছিলেন ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার সহ সভাপতি গোলাম জিলানী হিরু, ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সামিউল ইসলাম শুভ, ইসলামী ছাত্রসেনা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম তালুকদার।
কুড়িগ্রামে পুরো বিষয় দেখভাল করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর আফতাবীয়া বরকতীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ গোলাম রসুল ফকির। তাঁর সাথে রংপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার নেতাকর্মীরা সহযোগিতা করছেন।
রাজশাহীর সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ইসলামী ছাত্রসেনার ত্রাণ বিতরণ