কালুরঘাটে নতুন সেতুর দাবিতে মানববন্ধনে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার সংহতি প্রকাশ
“জেগেছে জনতা,ভেঙ্গেছে নিরবতা,সেতুর দাবীতে দেখাব এইবার আমাদের একতা””
============================
বোয়ালখালীবাসীর প্রাণের দাবি কালুরঘাটে নতুন দ্বিমুখী সেতুর দাবিতে বোয়ালখালীর সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় আয়োজিত “মানববন্ধনে” গণমানুষের প্রিয় রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা সংহতি প্রকাশ করে।
মানববন্ধনে একমাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে অংশ নেওয়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন-
‘ব্রিটিশ আমলে নির্মিত কালুরঘাট সেতু।।দক্ষিণ চট্টগ্রাম এর জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু।। যে সেতু দিয়ে প্রতিদিন বোয়ালখালী,পটিয়া এমনকি কক্সবাজার লাইন এর অসংখ্যা গাড়ি ও মানুষের যাতায়ত।। কিন্তু দুঃখের বিষয় কালুরঘাট সেতুর বর্তমানে এমন বেহাল অবস্হা যেখানে গাড়ি চলাচলের তো দূরের কথা মানুষ চলাচলের জন্য পর্যন্ত অনুপযুগী হয়ে পড়েছে। আমরা এই বেহাল সেতুর ও অসচেতনাতার কারণে ট্রেনে কাঁটা পড়তে দেখেছি অনেক সাধারণ মানুষকে,এমনকি দেখেছি রেললাইন এর ফাঁকে মোটর সাইকেলের চাকা আটকে পড়ে ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়েছে অনেক যুবক।।এমনকি দেখেছি সেতুর রেলিং ভেঙ্গে গিয়ে ট্রাক পড়ে যেতে।। আমরা চাই না আর এই রকম দূর্ঘটনার শিকার হতে।। তাই সরকার মহলের প্রতি আকুল আবেদন,কালুরঘাটে নতুন দ্বিমুখী সেতু অবিলম্বে নির্মাণ করা হোক’।।।।