খবরের বিস্তারিত...

চট্টগ্রাম জেলা ছাত্রসেনার প্রতিবাদ

আবারো ঢাকায় ইসলামী ছাত্রসেনার সমাবেশে পুলিশী বাঁধা: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

অক্টো. 07, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন ও কফিল উদ্দীন রানা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে পূর্ব নির্ধারিত হিজরী নববর্ষ ও শাহাদাতে কারবালা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পুলিশী হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।। নেতৃবৃন্দ বলেন, হিজরী নববর্ষ ও শাহাদাতে কারবালা একটি ধর্মীয় অনুষ্ঠান। যেখানে রাষ্ট্রীয় ভাবে হিজরী নববর্ষ উদযাপন করা উচিত সেখানে সরকারী উর্দি পরিহিত পুলিশ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মতো পবিত্র স্থানে মুসল্লী ও ধর্মীয় অনুষ্ঠানে হামলা করে অনুষ্ঠানের ব্যানার ছিনিয়ে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী করেছেন।

নেতৃবৃন্দ জেলায় জেলায় এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ পালন করতে সকল জেলা শাখাকে নির্দেশ দিয়েছেন।

নেতৃবৃন্দ রাষ্ট্রীয় ভাবে হিজরী নববর্ষ উদযাপনসহ পহেলা মুহাররমের দিন সরকারি ছুটি ঘোষণা করতে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

 

Comments

comments