ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী ৭নংওয়ার্ডের উদ্যোগে শহীদ লিয়াকত স্মূতিক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত
ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী চরখিজিরপুর ৭নং ওয়ার্ডের উদ্যোগে ইসলামী ছাত্রসেনা ৭ নং ওয়ার্ডের ৪ টি আঞ্চলিক শাখার অংশগ্রহণের মাধ্যমে শহিদ লিয়াকত স্মূতি ক্রিকেট টুর্নামেন্ট গত ৯ মার্চ শুক্রবার অনুষ্টিত হয়,, খেলা শুভ উদ্বোধন করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রিয় পরিষদের সহ-সভাপতি মেধাবী ছাত্রনেতা এম. কফিল উদ্দিন রানা, এই সময় কফিল উদ্দিন রানা তার বক্তব্যে বলেন মেধা নির্ভর জাতি গঠন করতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, তাই টুর্নামেন্ট আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন তিনি । সিপাহীঘোনা আঞ্চলিক শাখা মরহুম হাজী সাগর আলী বাড়ি শাখাকে ১ উইকেট পরাজিত করে চ্যামিয়ন হয়। পরে বিজয়ীদের হাতে ট্রপি তুলেন আন্জুমানে খুদ্দামুল মোসলেমীন কাতার শাখার নেতা এম. সেলিম ও ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ ও অন্যন্যা নেতৃত্ববৃন্দ।