খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে মাজার জেয়ারত ও পর্যটন এরিয়া ভ্রমন

এপ্রিল 24, 2018 অন্যান্য

ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে সেনানী ভাইদের নিয়ে হযরত শাহ্‌ মোহছেন আউলিয়া (রহ.) এর মাজার জেয়ারত ও মহান আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন এলাকা পারকিচর ভ্রমন এবং সেনানী ভাইদের মধ্যে একে অপরের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করার লক্ষ্য সাংগঠনিক সফর গত ২০/০৪/২০১৮ইং সকাল ৭ টায় বোয়ালখালী চত্বর থেকে র‍্যালী সহকারে বের হয় । ইসলামী ছাত্রসেনার এই র‍্যালীটি বোয়ালখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন ।  এতে অংশগ্রহণ করেছে বোয়ালখালীর প্রিয় সেনানী ভাইরা।।

সংক্ষিপ্ত এই সফরে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন স্থরের দায়িত্বশীল । বক্তারা বলেন, ইসলামী ছাত্রসেনা একটি আউলিয়া (রহঃ) এর ঈমান রক্ষার ফৌজ । নিজেদেরকে আদর্শিক পথে স্থির রাখার জন্য আউলিয়া কেরামের মাজার জেয়ারত ও তাদের জীবনী পড়ে হক্বের পথে থেকে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার শপথ গ্রহণ করতে হবে ।

 

 

Comments

comments