ইসলামী ছাত্রসেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অভিষেক সম্পন্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটস্থ একটা অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের চবি শাখা সভাপতি এম. ইমদাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রব্বানী বোরহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম-৯ আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্জ্ব এম. ওয়াহেদ মুরাদ।
প্রধান বক্তা ছিলেন,ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ’র সহ সাধারণ সম্পাদক সৈয়দ মুহম্মদ জাহিদ কাদেরী, বিশেষ অতিথি মহানগর সেনা যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল সহ বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, “আজ দেশজুড়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে ইসলামিক ফ্রন্টের গণজাগরণ হচ্ছে। আগামী নির্বাচনে জনগণ ব্যলটের মাধ্যমে তার জবাব দিবে।”
শপথ পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে নতুন নেতৃবৃন্দ আগামীতে সবুজের রাণী চবি ক্যাম্পাসকে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার দুর্গ হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।