খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা’র আদর্শ,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জানু. 24, 2019 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের এর উদ্যোগে ইসলামী ছাত্রসেনা’র আদর্শ,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২১শে জানুয়ারী রোজ-সোমবার নারায়ণগঞ্জ নগর ভবন সংলগ্ন ছাত্রসেনা জেলা ও মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা সভাপতি রাহাত হাসান রাব্বী’র সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আওলাদে রাসূল আল্লামা সৈয়দ জাহের শাহ্‌ মোজাদ্দেদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল্লামা এম মনির হোসাইন,দপ্তর সম্পাদক,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- এম এম নাঈম উদ্দীন,সভাপতি ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ জাহের শাহ্‌ মোজাদ্দেদী বলেন-“ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যাবস্থার নাম।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে একটি সম্প্রদায় ইসলামকে একটি গন্ডির ভিতরে আবদ্ধ করে রেখে মানুষকে কুরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে রাখছে এবং আল্লাহ ও তার রাসূলের যেই সংবিধান সমাজে কায়েম করার কথা ছিলো তা থেকে মানুষকে অন্ধ পথে পরিচালিত করছে।আজকে সমাজে এত অন্যায়,অত্যাচার,পাপাচার,সূদ,ঘুষ,দুর্নীতি,মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ এর একটাই কারন তা হচ্ছে মানুষ রাসূলেপাকের সুমহান আদর্শ ছেড়ে দিয়ে দুনিয়াবি নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নে লিপ্ত তাই সমাজে শান্তি ফিরয়েস আনতে কুরআন-সুন্নাহের বিকল্প কিছু নাই তাই আসুন কুরআন সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম এর লক্ষে মুক্তিযুদ্ধের স্বপক্ষ একমাত্র ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনার পতাকাতলে আসুন”

প্রধান আলোচকের বক্তৃতায় ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এম এম নাঈম উদ্দীন বলেন-“ইসলামী ছাত্রসেনা একটি আদর্শের নাম।হাটি হাটি পা পা করে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ ৩৯তম বছরে এসে পদার্পণ করেছে।যেই সময়ে ছাত্র সংগঠনগুলো ত্রাস আর সন্ত্রাসবাদ,ক্ষমতাকে পূজি করে ছাত্র রাজনীতি করছে তার বিপরীতে হেটে রাসূলেপাকের আদর্শ বাস্তবায়নে ইসলামী ছাত্রসেনা কাজ করে যাচ্ছে।এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমার ভাই লিয়াকত,হালিম শাহাদাত বরন করেছেন স্বাধীনতা বিরোধী ছাত্র সংগঠন ইসলামকে পূজি করে যারা ইসলামকে কলূষিত করেছে সেই জামাত শিবির এর হাতে।আমরা প্রতিশোধ পরায়ণ না হয়ে ছাত্রদের মাঝে রাসূলেপাকের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।ইসলামের নামে জঙ্গিবাদ,উগ্রবাদকে যখন উৎসাহিত করা হচ্ছে সেসময় ইসলামী ছাত্রসেনা সাড়া বাংলাদেশে ইসলাম শান্তির ধর্ম ইসলাম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে সেই বাণী বাংলার ছাত্রসমাজের মাঝে তুলে ধরছে।তাই আসুন ত্রাসের ছাত্র রাজনীতির বিপরীতে মাদক,সন্ত্রাস,জংগীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাসূলেপাকের আদর্শিক সংগঠন ইসলামী ছাত্রসেনার ছায়াতলে।’’

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম আল আবেদী,মোঃ নুরুল ইসলাম,মোঃআব্দুর রহমান শেখ সহ-সভাপতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাঃগঞ্জ জেলা,ইকবাল সোবহান এ্যাপলো,সাধারন-সম্পাদক,ফ্রন্ট নাঃগঞ্জ জেলা,মোঃহাবিবুর রহমান হাবীব,আলহাজ্ব নবী আলম,গোলাম মাওলা সোহেল,মোঃ সানি দেওয়ান-সাধারন সম্পাদক-ছাত্রসেনা নাঃগঞ্জ মহানগর,মোঃনিবির,মোঃইমরান খন্দকার,মোঃসাইফুল ইসলাম তারেক,মোঃ ইশতিয়াক ফারুক সানী,মোঃসেলিম খান,মোঃ রাশেদুল ইসলাম,সভাপতি ছাত্রসেনা রুপগঞ্জ উপজেলা,মোঃ হাবিবুর রহমান,সভাপতি ছাত্রসেনা নন্দলালপুর ফতুল্লা,মোঃআনিস-সিনিয়র সহ-সভাপতি ইসলামী ছাত্রসেনা বন্দর থানা সহ প্রমূখ

Comments

comments