ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সম্প্রতি ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা শাখার কাউন্সিল অধিবেশন গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা এম. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মওলানা মহিউদ্দীন। উদ্বোধক ছিলেন আন্জুমানে খুদ্দামুল মুসলেমীন সৌদি আরব শাখার নেতা মওলানা হারুন মোস্তফা আর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ গোলাম হায়দার হাসিব। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ শেখ জুবাইর ।
এতে বক্তব্য রাখেন মওলানা এম এ মনছুর মোল্লা, মওলানা হামিদুল হক, মওলানা এ টি এম কায়কোবাদ, মওলানা আমিনুল ইসলাম, মওলানা জাকের হোছেন, মওলানা মহিউদ্দীন, শেখ ফরিদ উদ্দির আত্তার, আতাওর রহমান নবী, সিরাজ উল্যাহ, মওলানা শাহ সৈয়দ রেজাউল করিম সোহেল প্রমুখ।
সভা শেষে মুহাম্মদ কামরুদ্দীন তারেক (সভাপতি) মুহাম্মদ এনামুল হক জুয়েল কে (সাধারণ সম্পাদক) এবং ওমর ফারুক -কে সাংগঠনিক সম্পাদক করে
৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।