আগামীকাল ১০ এপ্রিল শহীদ লিয়াকত দিবস সফল করুন – ছাত্রনেতা এম.এম. নাঈম উদ্দিন
আগামীকাল ১০ এপ্রিল শহীদ লিয়াকত দিবস। ১৯৮৬ সালের ১০ই এপ্রিল আগ্রাবাদস্থ চট্রগ্রাম সরকারী কমার্স কলেজ চত্ত্বরে ইসলামী নামধারী বদআকিদার-স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী চক্রের হাতে শহীদ লিয়াকত নির্মমভাবে শাহাদাত বরন করেন।
শহীদ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য শহীদের আর্দশ, ইসলামের সঠিক রূপরেখা “আহলে সুন্নত ওয়াল জামাত”এর মতাদর্শ, অহিংসা ও দেশপ্রেম সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নানাবিদ কর্মসূচী গ্রহন করা হয়েছে। শহীদ দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর শহীদের নিজ বাড়ীর প্রাঙ্গনে খতমে কুরআন, শহীদের জীবনী আলোচনা, মিলাদ-কিয়াম, দোয়া-মুনাজাত, শহীদের মাজার জিয়ারত ও পুষ্প স্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত ইত্যাদি। এছাড়া সারাদেশে ইসলামী ছাত্রসেনার বিভিন্ন শাখা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবে। দিনটিকে যথাযোগ্য সম্মানের সাথে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেছেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এম.এম. নাঈম উদ্দিন ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা এস.এম.গোলাম হায়দার হাসিব ॥